- একজন সাধারণ মানুষ প্রতিদিন প্রায় দুই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত শব্দ বা word ব্যাবহার করে। এরমধ্যে একজন সাধারণ মহিলা যিনি বাড়িতেই থাকেন, তার প্রতিদিন গড়ে 5 হাজার শব্দ বলা হয়, আর একজন সাধারণ পুরুষ প্রতিদিন মোটামুটি দুই থেকে আড়াই হাজার শব্দ বলে। আবার যে সব পুরুষ বা মহিলা এমন কোন কাজের সাথে যুক্ত- যেমন বিভিন্ন টেলিকলার, শিক্ষক, সংবাদ পাঠক - সেক্ষেত্রে সারাদিনে তাদের আরও আনেক বেশি শব্দ প্রয়োগ করতে হয়, কক্ষনো প্রায় দিগুণেরও বেশি।
- মোটকথা মানুষ সারা দিনে মোট কত শব্দ প্রয়োগ করবে, তার কোনও ঠিক নেই। কিন্তু , জেফ স্টিল তার বই " Men are Pigs, (fortunately women like pork )- এ বলেছেন সারাদিনে মানুষের এত-এত শব্দের মধ্যে মাত্র পাঁচশত থেকে সাতশত শব্দের কোন মানে আছে।
- আমরা এই এত শব্দ ব্যাবহার করি, তার একটাই কারন- আমাদের মনের ভাবটা অন্যের কাছে প্রকাশ করা। আর প্রতেক ভাষাতেই এই ভাব প্রকাশের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়মগুলি জানলে, সেই ভাষা সঠিক ভাবে পড়তে, বলতে, লিখতে পারা যায়। তাই , যে বইয়ের মাধ্যমে ইংরেজি ভাষা আমরা সঠিক ভাবে শিখি তাকেই English Grammar বলি।
1. Words
2. Parts of Speech
- Alphabet কাকে বলবো : যে অক্ষর বা বর্ণ গুলির সাহায্যে ইংরেজি ভাষা লেখা যায় ,তাদের একসাথে Alphabet বা বর্ণমালা বলে।আর প্রতিটি অক্ষর বা বর্ণকে বলে letter (লেটার) ।
- ইংরেজিতে মোট 26 টি letter-আছে।
- ইংরেজিতে letter এর 2 টি রূপ হয়ঃ
- CAPITAL LETTER :A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
- SMALL LETTER: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
উপরে যে রূপ দুটি দেখানো হল, তা কেবল ছাপার বেলায় লেখা হয়। কিন্তু হাতের লেখায় কিভাবে লেখা হয় তা নীচে লেখা হল :
এগুলিকে Hand Writing Script বা ইংরেজি হাতের লেখা বর্ণমালা বলে।
- Capital letter in script
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
- Small letter in script
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
Alphabet-প্রধাণত দুই প্রকার।যথা-
(1)VOWEL-স্বরবর্ণ : A,E,I,O,U - এই পাঁচটি।
(2)CONSONANT-ব্যঞ্জণবর্ণ: B,C,D,F,G,H,J,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z - এই একুশটি।
VOWEL-কাকে বলে?
যেসব বর্ণ বা অক্ষর বা letter-নিজে থেকে উচ্চারিত হতে পারে,কারো সাহায্য ছাড়াই তাকে,VOWEL বা স্বরবর্ণ বলে।
Consonant-কাকে বলে?
যেসব বর্ণ বা অক্ষর বা letter-নিজে থেকে উচ্চারিত হয় না,VOWEL-এর সাহায্যে উচ্চারিত হয়, তাকে CONSONANT বলে।
Semi vowel কাকে বলে ?
W এবং Y কে SEMI-VOWEL বলে।W এবং Y যখন কোন শব্দের শুরুতে বসে তখন Consonant বলে পরিগণিত হয়। যেমনঃ you, work.
কিন্তু ডব্লিউ এবং Y যখন কোন শব্দের মাঝে বা শেষে বসে তখন vowel বলে পরিগণিত হয়। যেমনঃ day, cow.
Diphthong বা যৌগিক স্বর কাকে বলে?
ইংরেজীতে একাধিক স্বরবর্ণের সম্মেলনে কতকগুলি বিশেষ ধ্বনি বা যৌগিক স্বর সৃষ্টি হয়, যাকে ইংরেজীতে Diphthong বলে।
এই যৌগিক স্বর বা Diphthong গুলি উচ্চারণ করতে হলে একটু সতর্ক হয়ে ইংরেজী শব্দগুলির উচ্চারণ করতে হয়।
যেমন :
(i) ai-এর উচ্চারণ হবে ‘এই’,
উদাহরণ: gain (গেইন), pain (পেইন), rain (রেইন), fail (ফেইল), main (মেইন), nail (নেইল ) ইত্যাদি।
(ii) i-এর সঙ্গে বা শব্দের শেষে যদি 'e' থাকে উচ্চারণ হয় ‘আই’
উদাহরণ: die (ডাই), kite (কাইট), site (সাইট্), mine (মাইন্), five (ফাইভ), drive (ড্রাইভ), nine (নাইন্) ইত্যাদি।
(iii) ০-এর সঙ্গে যদি a থাকে উচ্চারণ হয় ‘ওউ’
উদাহরণ: boat (বওউট ), coat (কোউট্), goal (গোউল), road (রোউড), moat (মোউট), throat (থ্রোউট) ইত্যাদি।
(iv) o-এর সঙ্গে y থাকলে উচ্চারণ হয় '
উদাহরণ: boy (বয়), toy (টয়), coy (কয়), ploy (প্লয়)
(v) o-এর সঙ্গে থাকলেও উচ্চারণ হয় 'অয়'
উদাহরণ: coin (কয়েন), boil (বয়েল), toilet (টয়লেট্), oil (অয়েল)
■ এখানেও অনেক ব্যতিক্রম আছে—Flow (ফ্লো), Blow (ব্লো), Row (রোউ) ইত্যাদি।
(i) ea - (ঈ) উচ্চারণ হবে ‘ঈ’উদাহরণ: please (প্লিজ ), dream (ড্রীম ), beat (বীট্ ), cease (সিজ ), grease (গ্রীজ) ইত্যাদি ।
(ii) ea-এর উচ্চারণ 'এ' হয়উদাহরণ: dead (ডেড্), bread (ব্রেড্), thread (থ্রেড্), head (হেড), lead (লেড)(iii) ee-এর উচ্চারণ ‘ঈ' হয়উদাহরণ: need (নীড), seed (সীড), deed (ডিড ), creed (ক্রীড্), bleed (ব্লীড্), proceed (প্রসীড)
(iv) e-এর সঙ্গে যদি থাকে উচ্চারণ হয় ঈউদাহরণ: receive (রিসীভ্), deceive (ডিসীভ), conceive (কনসিভ), perceive (পারসীভ্)
(v) ০০ (দুটি ও )থাকলে উচ্চারণ হয় ‘উ, ঊ’
উদাহরণ:look (লুক্), book (বুক), boon (বুন), stood (স্টুড্), nook (নুক্)