Table of Content: বিষয়বস্তু ঃ 📘
1. Sentence বলতে কি বোঝায়?
2. Elements of the sentence (বাক্যের উপাদান)
3. Division of a sentence (বাক্য বিভাগ)
4. Subject
& Predicate কাকে বলে?
5. Kinds of
sentence ( বাক্যের প্রকারভেদ):
· Assertive
Sentence ( বিবৃতি মূলক বাক্য)
· Interrogative
sentence ( প্রশ্নসূচক বাক্য)
· Imperative
Sentence (আদেশ বা আনুরোধ সূচক বাক্য )
· Optative
sentence ( ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য)
· Exclamatory
sentence ( আবেগ সূচক বাক্য)
6. Frequently Asked Questions:
1. Sentence বলতে কি বোঝায়?
· যখন এক বা একাধিক (Words) শব্দ একত্রে বসে কোন ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেই শব্দ সমষ্টিকে একটি sentence বলা হয়।
· যেমন- He eats rice.
কিন্তু যদি বলা হয়, He
rice তাহলে কোন পূর্ণ অর্থ প্রকাশ পায় না। তাই এটি কোন sentence নয়।
·
সুতরাং কোন শব্দসমষ্টিকে sentence এ পরিণত হতে গেলে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে।
সেগুলি হল:
1. combination of words (শব্দ গুচ্ছ),
2. correct order ( যথাযথ শৃঙ্খলা),
3. completeness of sense ( অর্থের পূর্ণতা)।
সুতরাং আমরা sentence এর সংজ্ঞা হিসেবে বলতে পারি:
· Definition of a sentence: A sentence is a combination of words which
makes complete sense.
2.
Elements of the sentence (বাক্যের উপাদান)
He goes home. (home এর আগে to বসেনা)
উপরের বাক্যে goes দিয়ে কাজ করাকে বোঝায়। একে বলে verb বা ক্রিয়া। কোন বাক্যে এই verb ই সবচেয়ে কার্যকরী ভুমিকা পালন করে।
এইবার এই verb কে - who বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হল বাক্যের কর্তা বা subject. যেমন ঃ I eat rice. এখানে subject হবে I.
এবার eat বা খাওয়া কে "কি" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়- তা হবে বাক্যের object বা কর্ম। প্রশ্নঃ সে কি খায় ? উত্তরঃ সে ভাত খায়।
আবার subject বা object কেমন ? যে উত্তর হবে তা হবে adjective. She is a good girl. এই বাক্যে good.
আবার কিভাবে কাজটি সম্পন্ন হয় তার উত্তরে যা পাব, তা হবে adverb. He runs swiftly. swiftly হল adverb. প্এররবর্তীতে এগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
3.
Division of a sentence (বাক্য বিভাগ)
একটি Sentence এ কয়টি অংশ থাকে,এবং কি কি?
প্রত্যেক Sentence এ দুটি অংশ থাকে।
অংশ দুটির একটি হল Subject অর্থাৎ উদ্দেশ্য এবং অন্যটি হলো Object অর্থাৎ বিধেয়।
4. Subject & Predicate কাকে
বলে?
·
কোন Sentence-এ যার সম্বন্ধে
অর্থাৎ যে
বস্তু ব্যক্তি,
বস্তু বা
প্রাণীকে উদ্দেশ্য করে
কিছু বলা
হয় তাকে
Subject বলে ।
I
go home. এখানে I হচ্ছে Subject.
·
অনেক সময়
Subject উহ্য থাকে।যেমনঃ
(You) Come here. এখানে you উহ্য রয়েছে।
·
আর Subject সমন্ধে যা
কিছু বলা
হয় তার
সব হলো
Predicate. go home হল Predicate.
5.
Kinds
of sentence ( বাক্যের প্রকারভেদ):
o মনের ভাব প্রকাশের ধারা হিসেবে sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে।
Assertive
Sentence ( বিবৃতি মূলক
বাক্য)
o
Interrogative
sentence ( প্রশ্নসূচক বাক্য)
o
Imperative
Sentence (আদেশ বা
আনুরোধ সূচক
বাক্য )
o
Optative
sentence ( ইচ্ছা বা
আশীর্বাদ সূচক
বাক্য)
o
Exclamatory
sentence ( আবেগ সূচক
বাক্য)
o
6. Frequently
Asked Questions: