A. Pronoun
(প্রনাউন) সর্বনাম পদ
B. Pronoun -সর্বনাম পদ কাকে বলে ? উদাহরণের মাধ্যমে বোঝাও।
· 2. Interrogative
/ প্রশ্নবাচক সর্বনামঃ-
· 3. Demonstrative
/ নির্দেশক সর্বনামঃ
· 4. Distributive
/ একক নির্দেশক সর্বনামঃ
· 5. Relative
/ সম্পর্কবাচক সর্বনামঃ
· 6. Reflexive and
Emphatic / আত্ম-বাচক সর্বনামঃ
· 7. Indefinite
/ অনির্দেশক সর্বনামঃ
· 8. Reciprocal
/ পরস্পর সম্পর্ক যুক্ত সর্বনামঃ
A. Pronoun (প্রনাউন) সর্বনাম পদ
Pro= for অর্থাৎ পরিবর্তে
Pro + Noun=
Noun এর পরিবর্তে = Pronoun
বাংলায় আমরা যাকে সর্বনাম পদ বলি ,
ইংরেজিতে তাকে
Pronoun বলে।
যেমনঃ Shreya is a girl. She is dancing.
এখানে ‘She’ শব্দটি প্রথম বাক্যের
subject ‘Shreya’ এর পরিবর্তে বসেছে,
তাই ‘She’ হল
Pronoun.
আমরা Parts of speech জানতে গিয়ে
Pronoun সম্পর্কে জেনেছি।
এবার আমরা আরও বিস্তারিত ভাবে Pronoun সম্বন্ধে জানব।
B. Pronoun -সর্বনাম পদ কাকে বলে ? উদাহরণের মাধ্যমে বোঝাও।
A
pronoun is a word which is used instead of a noun.
আমরা আগেই জেনেছি, Noun বা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত শব্দকে Pronoun বা সর্বনাম পদ বলে।
কিন্তু উঁচু শ্রেণীতে Pronoun
এর সংজ্ঞা একটু পরিবর্তিত হবে,
Pronoun শুধু Noun এর পরিবর্তে বসে না,
একটি Noun Phrase
বা Noun
equivalent এর পরিবর্তে ও বসতে পারে।
যেমনঃ
Mithun is my
brother.
He is a good
boy.
এখানে He একটি noun
‘Mithun’ এর পরিবর্তে বসেছে।
আবার, The little
boy wearing red t-shirt is my brother.
He reads in
class seven.
এখানে He একটি noun
phrase ( the little boy wearing red t-shirt) ছটি শব্দের পরিবর্তে বসেছে।
C. Pronoun কেন ব্যবহৃত হয়?
বারবার একই শব্দ (Noun) ব্যবহার করলে কানে শুনতে ভাল লাগে না;
তাই সেই noun এর পরিবর্তে pronoun ব্যবহার করা হয়ঃ
Rahul
is a boy. Rahul goes to school regularly. Rahul reads a book.
উপরের sentence গুলিতে Rahul শব্দটি বার বার ব্যবহারের জন্যে শুনতে খারাপ লাগছে।
তাই sentence গুলিকে যদি-
Rahul
is a boy. He goes to school. He reads a book. এভাবে লিখি তাহলে শুনতে ভালই লাগছে।
এছাড়া Pronoun
Conjunction এর মতো দুটি বাক্যকে যোগ করে।
D. Pronoun এর শ্রেণীবিভাগঃ
Pronoun গুলি sentence এর বিভিন্ন স্থানে বসে ( প্রথমে, মধ্যে বা শেষে) এবং বিভিন্ন কাজ করে.
Pronoun এর এই কাজের ভিত্তিতে একে মোটামুটি আট ভাগে ভাগ করা হয়।
সেগুলি হলঃ
· 1.Personal / ব্যক্তিবাচকঃ
যে সব Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে বলা হয় Personal
Pronoun বা ব্যক্তিবাচক সর্বনাম।
Personal
pronoun এর তিনটি person আছে-
First person
/ উত্তম পুরুষঃ বক্তা ( যে বলে) যখন নিজে। যেমন- I, we, me,
mine, us, our ইত্যাদি।
Second
person / মধ্যম পুরুষঃ যাকে বলা হচ্ছে। যেমন-
You, your, yours ইত্যাদি।
Third
person / প্রথম পুরুষ বা নাম পুরুষঃ উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ বাদে অন্য কেউকে বোঝলে অর্থাৎ যার সম্বন্ধে কিছু হয়। যেমন- He, she,
they, him, her ইত্যাদি।
Personal
Pronoun- গুলির
singular ও plural
হয়। যেমন- I, me, he, she, him, her- এগুলি
singular number বা এক বচন, আবার we, us, they এগুলি বহুবচন।
Person,
Number, Gender এবং Case
আনুসারে Personal
Pronoun-এর বিভিন্ন রুপগুলি নীচে দেওয়া হলঃ-
Person |
Number |
Case |
||
Nominative |
Objective |
Possessive |
||
1st Person |
Singular |
I |
Me |
My,
mine |
Plural |
We |
Us |
Our,
Ours |
|
2nd Person |
Singular |
Thou,
you |
Thee,
You |
Thy,
Thine, your, yours |
Plural |
You |
You |
Your,
yours |
|
3rd Person |
Singular |
He/
She/ It |
Him,
Her, It |
His,
Her, Its |
Plural |
They |
Them |
Their,
Theirs |
Word note: Thou-তুই, Thee- তোকে, Thine- তোর, Thy- তোর
· 2. Interrogative / প্রশ্নবাচক সর্বনামঃ-
যে Pronoun গুলি কোন প্রশ্ন করতে ব্যবহৃত হয়, তাদের
Interrogative বা প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন- Who,
which, what, whom, whose.
Who are you?
Whose are these dogs?
· 3. Demonstrative / নির্দেশক সর্বনামঃ
যে pronoun গুলি কোন noun কে নির্দেশ করে (points
out) তাদেরকে Demonstrative pronoun বা নির্দেশক সর্বনাম বলাহয় ।
যেমনঃ
This is a book (এটি একটি বই),
That is her pen ( ওটি তার কলম),
Those are
stars ( ঐগুলি তারা).
এখানে this, that , those যথাক্রমে book, pen এবং stars নির্দেশ করছে।
তাই এগুলি হল Demonstrative pronouns.
· 4. Distributive / একক নির্দেশক সর্বনামঃ
যে Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুকে একসাথে না বুঝিয়ে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে বোঝায় তাকে Distributive
/ একক নির্দেশক সর্বনাম বলে।
i.Each of the boys did it. ছেলেদের প্রত্যেকে এটা করেছিল।
ii. Such are her faults. তার ভুলগুলি হল।
· 5. Relative / সম্পর্কবাচক সর্বনামঃ
Relative কথাটি থেকেই বোঝা যাচ্ছে , Noun এর সঙ্গে যে pronoun সম্পর্ক স্থাপন করে। যেমনঃ- Who,
which, whom ইত্যাদি।
i. I
know the girl who came from Dubai.
ii. This
is the bag which I bought.
· 6. Reflexive and Emphatic / আত্ম-বাচক সর্বনামঃ
যখন verb-এর
subject এবং
object অভিন্ন হয়ে থাকে তখন verb এর object হিসাবে ব্যবহৃত pronoun কে Reflexive
and Emphatic / আত্ম-বাচক সর্বনাম বলে। যেমনঃ-
I. He
hurts himself. ( সে নিজেকে আঘাত করল)
II. We
enjoyed ourselves. ( আমরা নিজেরাই আনন্দ করলাম)।
উপরের বাক্য দুটিতে himself এবং ourselves হল he এবং we এর object.
তাই himself এবং
ourselves হল Reflexive
and Emphatic pronoun.
· 7. Indefinite / অনির্দেশক সর্বনামঃ
যে pronounগুলি দ্বারা অনির্দিষ্ট কোন Noun কে বোঝায়। যেমনঃ- Anybody
can do this. (যে কেউ এটা করতে পারে)।
কিছু Indefinite pronoun হলঃNobody, somebody, everybody, nothing, many ইত্যাদি।
· 8. Reciprocal / পরস্পর সম্পর্ক যুক্ত সর্বনামঃ
দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে যে Pronoun হয়, তাদের . Reciprocal
/ পরস্পর সম্পর্ক যুক্ত সর্বনাম বলে।
All the six
girls began to quarrel with each another. ( ছটি মেয়ে একে অন্যের সাথে ঝগড়া শুরু করল)। এখানে each
another হল Reciprocal pronoun.
E. Key to remember:
o
You singular এবং plural উভয় রুপে ব্যবহৃত হয়।
o
It একটি personal
pronoun.
o
Pronoun এর সংখ্যা মোটামুটি সীমিত।
o
কাছের কোন ব্যক্তি, বস্তু বা অন্য কিছু নির্দেশ করতে This (বহুবচনে These) হয়।
o
দূরের কোন ব্যক্তি, বস্তু বা অন্য কিছু নির্দেশ করতে That (বহুবচনে Those) হয়।
o
একাধিক word যুক্ত করে যে একটি word পাওয়া যায় তাকে Compound
word বলে।
o
যেমনঃ- him+ self= himself, our+ selves = ourselves.
o
Reflexive Pronoun Subject অনুযায়ী বসবে।
o
She cooks her food
herself.
o
এখানে Subject হল She,
o
তাই herself বসবে।
o
She cooks her food
myself এরকম কিছুই হবে না।
〚বাক্যের সংজ্ঞা, উপাদান ও বাক্যের বিভাগ সম্পর্কে জানতে নিচের লিঙ্ক-এ click করুনঃ👉 Sentence〛
【Parts of speech সম্পর্কে জানতে নিচের লিঙ্ক-এ click করুনঃ👉Parts of Speech】
《Alphabet সম্পর্কে আরও জানতে এই Link এ click করুন ঃ 👉English Grammar 》
F.
Frequently Asked
Questions
Possessive
Pronoun এবং
Possessive Adjective কাকে বলে?
যে pronoun কোন ব্যক্তি বা ব্যক্তিদের কোন কিছুর অধিকার থাকার কথা বলে , তখন Possessive
Pronoun বলে।
যেমনঃ This pen is mine.
এখানে mine বলতে বোঝাচ্ছে কলমটি আমার অধিকারে আছে।
এটি সব সময় অধিকারে যে জিনিসটা আছে- ( এক্ষেত্রে pen)
তার ডানদিকে
Pronoun বসে ( এক্ষেত্রে mine)
Possessive
Adjective কাকে বলে?
যখন অধিকারে যে জিনিসটা আছে, তার বাদিকে pronoun বসলে সেটি হয় Possessive
Adjective. যেমন- This
is my bag. এই বাক্যে bag এর আগে
my pronounটি বসলে হবে Possessive
Adjective.