Table of Contents:
· Noun এর
শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা?
· Noun (বিশেষ্য)-র শ্রেণীবিভাগ : বিস্তারিত আলোচনা
·
A. Noun এর
অবস্থার বিচারে শ্রেণীবিভাগ :
· 1. Proper Noun ( নামবাচক বিশেষ্য):
· 2.Common Noun ( শ্রেণী বাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য):
· Proper
noun এবং Common noun এর পার্থক্য:
· 3.Collective
Noun (সমষ্টি বাচক বিশেষ্য):
· 4. Material Noun (বস্তুবাচক বা পদার্থ বাচক বিশেষ্য):
· Abstract Noun (ভাববাচক বা গুণবাচক বিশেষ্য) কাকে
বলে?
·
B.
দ্বিতীয়ত-
গণনযোগ্যতার
( Countability) বিচারে শ্রেণীবিভাগ:
· Uncountable (অগণন যোগ্য) Noun:
· Noun কাকে বলে?
আমরা
জানি Noun মানে কোন কিছুর নাম।
যেমনঃ Kolkata, Shakespear, water, family ইত্যাদি।
এবার
আমরা Noun এর বিস্তারিত শ্রেণীবিভাগ নিয়ে জানবো।
তবে
তার আগে আমাদের জানতে হবে, কেন Noun এর শ্রেণীবিভাগ
প্রয়োজন?
· Noun এর শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা?
যদি Mimi কোন
মেয়ের নাম
এবং Avi কোন
ছেলের নাম
হয়,
তাহলে Mimi বলতে
নির্দিষ্ট কোন
মেয়ের নামকে
বোঝায়।
আবার Avi বলতে
নির্দিষ্ট কোন
ছেলের নাম
কে বোঝায়।
কিন্তু
শুধু girl যে
কোন মেয়েকে
বোঝায়, কেবলমাত্র
Mimi কে নয়।
একই রকম
boy বলতে যে
কোন ছেলেকে
বোঝায়।
ছেলেটি Avi হতে
পারে বা
অন্য কেউও
হতে পারে।
এবার ধরা
যাক শচীন
বলতে কোন
নির্দিষ্ট ব্যক্তিকে
বোঝায়,
আবার man বলতে
বোঝায়- যেকোন
মানুষকে।
এখানে- man মানে কোন
মানুষ বা
কোন মানুষের
সাধারন নাম।
তাহলে মানুষ
(man) কি noun বা
বিশেষ্য পদ
হবে?
বা ওই
মানুষটিকে যখন
আমরা নির্দিষ্ট
করে ‘Sachin’ বলবো,
তখন কি
এই ‘Sachin’ বলতে
কোন Noun হবে?
হ্যাঁ man মানে কোন
মানুষের সাধারন
নাম,
তাই এটি
Noun.
আবার
Sachin মানে
কোন নির্দিষ্ট
মানুষের না্ম, তাই
Sachin ও Noun.
আর এই
দুই প্রকার
Noun তো এক
হতে পারে
না।
অর্থাৎ একেক
ধরনের Noun এর
ক্ষেত্র বিশেষ
এক এক
রকমের হয়ে
থাকে ।
এরুপ
Noun-এর অনেক
ক্ষেত্র -বিশেষ
বা প্রকাশ
আছে এবং
সেগুলি ভালোভাবে
জানার জন্যই
Noun এর শ্রেণীবিভাগ
প্রয়োজন হয়।
এছাড়া Noun-এর
লিঙ্গ, বচন,কারক
এসব জিনিস
ভালোভাবে জানার
জন্য Noun এর
শ্রেণীবিভাগ জেনে
রাখা
উচিৎ।
·
Noun
(বিশেষ্য)-র শ্রেণীবিভাগ
: বিস্তারিত আলোচনা
Noun এর শ্রেণীবিভাগ করতে হলে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে Noun এর শ্রেণীবিভাগ করা হয়ে থাকেঃ
প্রথমত- Noun এর অবস্থার
বিচারে শ্রেণীবিভাগ
,
দ্বিতীয়ত- গণনযোগ্যতার বিচারে শ্রেণীবিভাগ।
· A. 'Noun' এর অবস্থার বিচারে শ্রেণীবিভাগ :
এই দৃষ্টিকোণ থেকে Noun কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়,
এবং মোট পাঁচ ভাগে ভাগ করা যায়। সেগুলি নীচে বিস্তারিত আলোচনা করা হলঃ
Noun এর প্রধান দুটি ভাগ হলঃ
· 'Concrete
Noun' কাকে বলে?
Concrete
Noun বলতে আমরা বুঝি সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে। অর্থাৎমানুষের
পাঁচটি ইন্দ্রিও- চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক দিয়ে আনুভব করা যায়, এমন বিশেষ্যকে
Concrete Noun বলে।
Concrete Noun কে আবার চার প্রকারে ভাগ করা হয়।
· 1. 'Proper Noun' ( / নামবাচক
বিশেষ্য):
আমরা বাংলায় যাকে নামবাচক বা সংজ্ঞা
-বাচক বিশেষ্য বলি, ইংরেজিতে তাকেই Proper Noun বলে।
অর্থাৎ যে Concrete
Noun কোন নির্দিষ্ট মানুষ, পশু, পাখি, জায়গা, পাহাড়, নদনদী, হ্রদ ইত্যাদির নাম
বোঝায়।
“A proper noun is
the special names of people or places or things.”
Proper noun এর উদাহরণঃ
কোন
বাক্তির নাম : Sachin, Tom,
কোন
জিনিসের নাম : The Titanic, the Tajmahal, the Himalayas.
কোন
স্থানের নাম: India, Salt Lake, College Street.
বিশেষ
কালঃ Monday, April,Independence Day.
· 2.'Common
Noun (/শ্রেণী
বাচক
বিশেষ্য
বা
জাতিবাচক
বিশেষ্য)':
Common শব্দের অর্থ হল ‘সাধারণ’ অর্থাৎ যে Noun একই শ্রেণীর
প্রাণী, বস্তু ও স্থানের সাধারণ নাম বোঝায়।
Nouns that are the names for
all people or things or places of the same kinds are called common nouns.
Common noun এর উদাহরণঃ
Girl, boy, poet, river,
house.
·
Proper
noun এবং Common noun এর পার্থক্য:
·
3.'Collective
Noun (/ সমষ্টি বাচক বিশেষ্য):
যে
word প্রাণী বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে সমষ্টি বাচক বিশেষ্য বা Collective Noun
বলে।
Noun
that denotes several persons, animal, things regarded as one group
Collective noun এর উদাহরণঃ
Flock
, band, team, group
· 4.
Material Noun (/ বস্তুবাচক /পদার্থ
বাচক
বিশেষ্য):
যাকে আমরা দেখতে পাই,ধরতে পারি কিন্তু
গণনা করতে পারিনা তাকে বস্তুবাচক বা পদার্থ বাচক বিশেষ্য বলে।
A noun which stands for matter or
substance of which things are made is called material nouns.
Example of material nouns nouns
(উদাহরণ):
Water, milk, rice, iron
·
Abstract
Noun / ভাববাচক বা গুণবাচক
বিশেষ্য কাকে বলে?
যে Noun দ্বারা কোন বাক্তি বা বস্তুর
দোষ , গুন, মানসিক অবস্থা বা আনুভুতি, কোন না কোন কাজের নাম বা শিল্পকলাকে
বোঝায় তাকে Abstract Noun বলে।
An abstract noun
is the name of thatching, that we can only think of.
Abstract Nouns |
|
কার বা কিসের নাম? |
Example |
v দোষের নাম |
v Wickedness, ugliness, |
v গুনের নাম |
v Love, kindness, honesty, beauty |
v অবস্থার নাম |
v Sorrow, pleasure, illness, poverty,
youth |
v কাজের নাম |
v Admission, cry, laughter |
v পড়ার বিষয় বা শিল্পকলা |
v Fine art, physics, mathematics |
www.indianstudy.co.in |
B.
দ্বিতীয়ত-
গণনযোগ্যতার
( Countability) বিচারে
শ্রেণীবিভাগ:
Noun কে গণনযোগ্যতার ( Countability) বিচারে দুভাগে ভাগ করা
যায়।
·
Countable (গণনযোগ্য) Noun:
যে বস্তুর সংখ্যা গোনা যায় তাকে countable
noun বলে।
- Countable noun এর উদাহরণঃ
Book, Star, river, window, lake,
shirt, nation, box.
· Uncountable (অগণন
যোগ্য)
Noun:
যে বস্তুর সংখ্যা গোনা যায় না তাকে Uncountable
noun বলে।
Luck, death, fear, water, honesty, virtue, beauty, air.
- বাক্যের সংজ্ঞা, উপাদান ও বাক্যের বিভাগ সম্পর্কে আরও জানতে নিচের লিঙ্ক-এ click করুনঃ👉 Sentence
- Parts of speech সম্পর্কে আরও জানতে নিচের লিঙ্ক-এ click করুনঃ👉Parts of Speech
- English Grammar এর 1st page এ যাবার জন্যে ও Alphabet সম্পর্কে আরও জানতে এই Link এ click করুন ঃ 👉English Grammar