Adjective কাকে বলে | Adjective এর শ্রেণীবিভাগ ও উদাহরণ ।

Rathin Biswas
By -

ADJECTIVE (অ্যাডজেকটিভ) [বিশেষণ]
 

 Contents: 

v     Adjective বলতে কী বোঝায়? উদাহরণ দাও।

v     Use of Adjective (অ্যাডজেকটিভ এর ব্যাবহার)

v     ব্যবহার অনুসারে Adjective কে দুভাগে ভাগ করা যায়ঃ

       (1) Attributive Adjective (গুণবাচক বিশেষণ) কাকে বলে?

       (2) Predicative Adjective(বিধেয়ের অন্তর্গত বিশেষণ) কাকে বলে?

v     Adjective-এর প্রকারভেদ)

     ELABORATE DISCUSSION (বিস্তারিত আলোচনা )

A.      Adjective of Quality (গুণবাচক বিশেষণ) :

B.      Adjective of quantity (পরিমাণ জ্ঞাপক বিশেষণ) :

C.      Numeral adjective (সংখ্যাবাচক বিশেষণ):

D.      PRONOMINAL ADJECTIVE  (সর্বনামোদ্ভূত বিশেষণ):

v     Comparison of Adjectives

a)      Positive Degree কাকে বলে ?

b)     Comparative Degree কাকে বলে?

c)      Superlative Degree কাকে বলে?

v     বিশেষ কিছু প্রশ্ন ও উত্তরঃ

v Adjective বলতে কী বোঝায়? উদাহরণ দাও।

 

   যাকে বাংলায় আমরা বিশেষণ বলি, তাকেই ইংরেজীতে Adjective বলা হয়। অর্থাৎ, যে সকল word কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়তাকে Adjective বা বিশেষণ বলে।

§  An Adjective is a word that qualifies a Noun or a Pronoun.

 

 

যেমন : A good boy (ছেলেটি ভালো)

ছেলেটি কেমন? = Good (ভালো)

অতএব ‘good' এই word টি ‘boy’ এই Noun টির গুণ প্রকাশ করছে।

‘good’ তাই ‘boy’ এই Noun টির Adjective.

 

·       সেইরকম : Tall tree — লম্বা গাছ, Fat boy – মোটা ছেলে। Three books - তিনটি বই, Thin girlরোগা মেয়ে, Blind man অন্ধ লোক, Young man – যুবক, Little rat – ছোট ইঁদুর, Big lion ছোট ইঁদুর, Big lion – বড় সিংহ, Small cat – ছোট, Sweet (সুইট) মিষ্টি, Ugly (আগলি) কুৎসই্‌ Short (শর্ট) ছোট, Nice (নাইস্) সুন্দ্‌ Small (স্মল) ছোট, Rich (রীচ্) ধন্‌ Poor (পুওর) গরীব, Kind (কাইন্ড) দয়াল্‌ Happy (হ্যাপী) সুখী, Brave (ব্রেভ) সাহস্‌ Bad (ব্যাড) মন্দ, Strong (স্ট্রং) বলবান, Bright (ব্রাইট) উজ্জ্বল, Large (লার্জ) বড়, Tall (টল) লম্ব্‌ Thin (থিন) পাতলা, Slow (স্লো) ধীর্‌ Thick (থিক) ঘন, Narrow (ন্যারো) সর্‌ Wide (ওয়াইড্) চওড়া, Red (রেড) লা্‌ Blue (ব্লু) নীল, Black (ব্ল্যাক) কাল্‌ Beautiful (বিউটিফুল) সুন্দর, Pretty (প্রেটি) সুশ্রী , Blind (ব্লাইন্ড) অন্ধ, Sour (সাওয়ার) টক।

 

 

 

v Use of Adjective (অ্যাডজেকটিভ এর ব্যাবহার)

 

Adjective Noun এর আগে কিংবা পরেও বসে।

যেমনঃ This is a red rose.

এখানে red এই Adjective, rose এই Noun-এর ঠিক আগেই বসেছে।

 আর যদি বলি—This rose is red. তাহলে আমরা দেখব যে red এই Adjectiveটি বসেছে rose এই Noun-এর পরে।

 আবার, An intelligent boy (বুদ্ধিমান বালক)

 এখানে boy এই word টি Noun,

তার আগে intelligent শব্দটি বসে boy এর গুণ প্রকাশ করছে। কিন্তু, The man is poor. (মানুষটি দরিদ্র) এক্ষেত্রে poor Adjective টি Man-Noun এর পরে বসেছে।

Pronoun এর ক্ষেত্রে Adjective সবসময় Pronoun এর পরে বসে। যেমন We are happy.

এখানে happy এই Adjectiveটি বসেছে we এই Pronoun-এর পরে।

 He is a kind-man (সে হয় দয়ালু ব্যক্তি)

 এখানে He— Pronoun, kindman— Adjective.

এক্ষেত্রে Adjective — Pronoun এর পরে বসেছে।

Adjective-এর আগে ‘The’ বসলে গুণবিশিষ্ট সকলকেই বোঝায় এবং Verbটি বহুবচনের হয়।

যেমন—The poor are always unhappy –দরিদ্ররা সকল সময় অসুখী।

 

v ব্যবহার অনুসারে Adjective কে দুভাগে ভাগ করা যায়ঃ

 

(1) Attributive Adjective (গুণবাচক বিশেষণ),

(2) Predicative Adjective (বিধেয়ের অন্তর্গত বিশেষণ)

 

     (1) Attributive Adjective (গুণবাচক বিশেষণ) কাকে বলে?

 

যে সব Adjective, Noun বা Pronoun এর পূর্বে বসে এবং তাদের দোষ, গুণ, অবস্থা, পরিমান ইত্যাদি প্রকাশ করে তাদের Attributive Adjective বলে।

 

 Tall boy, Blue sky, nice toy, much honey.

 

     (2) Predicative Adjective(বিধেয়ের অন্তর্গত বিশেষণ) কাকে বলে?

 

 যে সব Adjective sentence এর (বিধেয়) Predicative অংশে verb এর পরে বসে verb এর আগে অবস্থিত Subject এর দোষ, গুণ, অবস্থা, পরিমান, ইত্যাদি বোঝায় তাকে Predicative Adjective বলে।

যেমন :— I am an Indian,

A crow is black,

The sky is blue.

 

 

v Adjective-এর প্রকারভেদ)

 

Adjective প্রধানত : চার প্রকার

যথা :

 A. Adjective of quality (গুণবাচক বিশেষণ) or Descriptive adjective (বিবৃতিমূলক বিশেষণ)

B. Adjective of quantity (পরিমাণজ্ঞাপক বিশেষণ) or Quantitive Adjecive

C. Adjective of number (সংখ্যা বাচক বিশেষণ) or Numeral adjective.

D. Pronominal adjective (সর্বনামোদ্ভূত বিশেষণ)

 

ü   ELABORATE DISCUSSION (বিস্তারিত আলোচনা )

A.    Adjective of Quality (গুণবাচক বিশেষণ) :

এই প্রকার adjective কোন noun বা pronoun এর গুণ, দোষ, অবস্থা (যা পরিমাণ দ্বারা নির্দিষ্ট নয়) প্রকাশ করে।

যেমন : She is a good girl.[ good = ভাল, গুণ ]  

     The crow looks ugly. [ ugly = কুৎসিত, দোষ ]

Proper adjective: i.He married a Russian lady.

                  ii.He is an Indian boy.

 "বাক্যদু'টিতে Russian এবং Indian শব্দ দু'টি হল adjective.

কিন্তু এরা proper noun থেকে এসেছে।

 যারা হল যথাক্রমে Russian এবং Indian.

ভাবে noun থেকে যখন কোন adjective গঠিত হয় তখন তাকে বলে proper adjective বলে।

 Proper adjective-এর প্রথম অক্ষর সবসময় CAPITAL LETTER হয়

 ওপরের উদাহরণে Russian এবং Indian হল proper adjective.

 Proper adjective-কেও এক প্রকার adjective of quality বলে ধরা হয়

B.    Adjective of quantity (পরিমাণ জ্ঞাপক বিশেষণ) :

 

 এই ধরনের adjective কোন (সাধারণত material abstract noun-এর ক্ষেত্রে) কিছুর পরিমাণ (Quantity) নির্দেশ করে যেমন : much—প্রচুর— a little- সামান্য - whole-সমূদয়— some-- – কিছু — no— কোন নয়— none- - একটিও না--- enough—পর্যাপ্ত, যথেষ্ট—- I need much money.

 

C.    Numeral adjective (সংখ্যাবাচক বিশেষণ):

They have three cars.

She lives in the third room.

 

বাক্যদুটিতে three (তিনটি) third (তৃতীয়) যথাক্রমে cars এবং room, এই noun দুটির সংখ্যা বুঝাচ্ছে।

 কিন্তু কোন পরিমাণ, দোষ, গুণ, অবস্থা-- এসব নয়।

এগুলোর সাথে কোন না কোন number (সংখ্যা) জড়িত, যেমন : three → 3 third → 3 এজন্যে এদেরকে বলে numeral adjective.

 তাহলে বলা যায় : যে adjective কোন noun এর নির্দিষ্ট সংখ্যা, ক্রম, পর্যায় ইত্যাদি বুঝায় তাকে numeral adjective বলে

 

D.   PRONOMINAL ADJECTIVE  (সর্বনামোদ্ভূত বিশেষণ):

 

This is a pen.

That is a cat.

 

বাক্য দু'টিতে this that হল demonstrative pronoun.

 

কিন্তু নিচের বাক্য দুটো পড়ো:

 

This pen Noun is mine. [ pen হল noun]

This cat is ill. [ Cat হল noun ]

 

এখানে, This / that + Noun এভাবে ব্যবহৃত হয়েছে।

 

আগের বাক্য দু'টিতে this that এর পর কোন noun বসেনি।

কিন্তু এই বাক্য দু'টোতে this / that কোন noun-কে বিশেষভাবে চিহ্নিত করে নিচ্ছে। এগুলো এখানে adjective.

 

অতএব, কোন pronoun যখন noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে pronominal adjective বলে pronoun থেকে এসেছে বলে এসব adjective এর এরূপ নাম।

 

মনে রাখবে pronoun গুলো একাকী ব্যবহৃত হয়। কিন্তু এগুলো যখন adjective এর সম্পন্ন করে তখন এরা noun এর আগে বসে ।

 

 

v Comparison of Adjectives

 

 কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে ভালো-মন্দ বা ছোটো-বড়োর তুলনা করলে Adjective-এর যে রূপান্তর হয় তাকে Adjective-এর comparison বলে।

এরূপ তুলনায় Adjective-এর তিনপ্রকার রূপ হয়, একে Three Degrees of Comparison বলে।

এদের নামঃ-

           I.     Positive Degree,

         II.     Comparative Degree,

       III.     Superlative Degree.

a)     Positive Degree কাকে বলে ? :

যখন কোনো কিছুর সঙ্গে তুলনা না করে Adjective ব্যবহার করা হয়। অর্থাৎ Soma is a good girl (সোমা একটি ভালো মেয়ে), এখানে সোমার সঙ্গে কারো তুলনা করা হয়নি।

সুতরাং ‘good’ Adjective টি হল Positive Degree.

b)    Comparative Degree কাকে বলে? :

 

 যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে কে ছোট, কে বড় বা কে ভালো, কে মন্দ এরূপ বলা হয়। অর্থাৎ Soma is better than Shila (সোমা শীলার চেয়ে ভালো), এরূপ বলা হয়। এক্ষেত্রে ‘better’ (good-এর) Comparative Degree হয়।

এরূপ Adjective- এর পর সাধারণতঃ than বসে।

c)     Superlative Degree কাকে বলে?

 

যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে কিছু বলা হয় তখন Adjective-এর Superlative Degree হয়।

এরূপ Adjective-এর পর সাধারণতঃ of বসে।

 

যেমন, Madhu is the best girl of all ( মধু সকলের থেকে  ভালো মেয়ে )

 

 

 

v বিশেষ কিছু প্রশ্ন ও উত্তরঃ

1. Emphasizing adjective কাকে বলে?

Ans: Rohit will come this very day. [ ঠিক আজই ]

This is my own car. [ নিজের বোঝাতে ]

বাক্য দুটিতে “ very” “ own “ দিয়ে জোর আরপের জন্যে ব্যবহৃত হয়েছে।  এগুলিকে Emphasizing adjective  বলে।

Using Intensifying Adjectives:

 অনেক - "a lot" or "very"

অত্যন্ত – "extremely"

অতিশয়  – "exceedingly"

নিজের – “own”

 

Combining Adjectives:

 বহু সুন্দর রঙিন”– “very beautiful and colorful”

 

Using Descriptive Phrases:

 অসাধারণভাবে সুন্দর” – “extraordinarily beautiful”

 

 

 

 

 

 

 

 

 

 

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!