Verb বা ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার ও কি কি ? উদাহরণ দিয়ে বোঝাও

Rathin Biswas
By -


Table of Contents: 

(ads) 

Verb বা ক্রিয়াপদ বলতে কি বোঝায়?

আমরা বাংলায় যাকে ক্রিয়া বা ক্রিয়াপদ বলি, ইংরেজীতে তাকেই Verb বলা হয়।

অর্থাৎ, যে সকল Word দ্বারা কোনকিছু করা বা হওয়া বোঝায় তাকে Verb বলে।

A verb is a word by which we mean something doing or being.

We use verbs to say what people and things do.

 যেমন—Girls dance —এই বাক্যের dance

I walk—এই বাক্যের walk

Dance, walk —এসব word দ্বারা একটা-না-একটা কাজ করা বোঝাচ্ছে।

 তাই, এরা প্রত্যেকেই verb বা ক্রিয়াপদ।

Verb বা ক্রিয়াপদ  এর প্রকারভেদঃ

কোনো কোনো word-এর মাধ্যমে কাজকরাবোঝায় এবং

কোনো-কোনো word-হওয়াবোঝায়।

এছাড়াআছেঅর্থে have, has-এর ব্যবহার করা হয়।

অর্থাৎ ইংরেজিতে তিন শ্রেণির verb ব্যবহার করা হয়।

এগুলি সবই কিন্তু  verb- হবে

(ads) 

 যেমনঃ

Doing-verb  - Go, come, fly, play, dance, walk, run ইত্যাদি।

  • ·       Doing-verb এর ব্যবহার (কাজ করা অর্থে):

Raju goes to school — রাজু বিদ্যালয়ে যায়।

He reads a book – সে একটি বই পড়ে।

He does his works regularly – সে তার কাজ প্রতিদিন করে।

They play in the afternoon তারা বিকেলে খেলা করে।

I drink hot tea আমি গরম চা পান করি।

  • Be verb [am, is, are ] অর্থাৎ, কাজহওয়া’ অর্থে - am, is, are এই তিনটি।

I am a boy. -আমি (হই) একটি বালক।

He is a doctor. - তিনি (হন) একজন ডাক্তার।

They are students. - তারা (হয়) ছাত্র।

[ মনে রেখোবাংলা ভাষায় কখনো কখনো ক্রিয়াপদহয়উজ্য থাকে। উপরের উদাহরণগুলি  দেখলেই সেটা বুঝতে পারবে।]

  • Have-verb [have, has] আছেঅর্থে:

I have a dog

আমার একটি কুকুর আছে।.

 

They have many houses.

তাদের অনেকগুলি বাড়ি আছে।

He has a book.

তার একটি বই আছে

She has a toy.তার একটি খেলনা আছে।

Verb কে চারটি  পৃথক  ভাগে ভাগ করা যায় :-

1.     

(ads) 

Verb এর ভাগঃ-

  F  Auxiliary (সাহায্যকারী)  

 F Principal (প্রধান)

Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) কাকে বলে?:

যে সব verb, Principal verb কে Tense, Mood ইত্যাদিতে সাহায্য করে তাকে Auxiliary verb বলে।

 যেমন

He is reading a book, সে একটি বই পরে,

I have done the work, আমি কাজটি করেছি,

He may go. সে যেতে পারে।

Principal verb (প্রধান ক্রিয়া)কাকে বলে?:

যে verb অন্য কারোর সাহায্য ছাড়াই Sentence এর অর্থ প্রকাশ করে তাকে Principal verb বলে।

যেমন >

He eats rice,  সে ভাত খায়,

Dogs bark, কুকুর ডাকছে,

They play.  তারা খেলে।

 Principal verb কে দুভাগে ভাগ করা যায়

       F  Transitive verb

       F  Intransitive verb

Transitive verb (সকর্মক ক্রিয়া) কাকে বলে?:

যে verb কেকীবাকাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে Transitive verb বলে।

[ এই verb এর object থাকে বলে একে সকর্মক ক্রিয়া বলা হয়]

যেমন > Roma loves her mother.

এখানে রমা কাকে ভালোবাসে?

উত্তর হল mother.

এখানে Loves এই verb-এর object mother.

Intransitive verb (অকর্মক ক্রিয়া) কাকে বলে? :

যে verb কে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায় না তাকে Intransitive verb বলে।

Intransitive verb-এর Object থাকে না।

যথা, He runs (সে দৌড়ায়)

এই স্থলেসে কি বা কাহাকে দৌড়ায়' প্রশ্ন করলে তার কোনো উত্তর পাওয়া যায় না।

সুতরাং runs Intransitive verb.

Live, die, sit, stand, run, walk, sleep, go, speak, become

ইত্যাদি Verbগুলি Intransitive.

 Verb কে আরও দুপ্রকারে ভাগ করা যায় :-

  F  Finite verb (সমাপিকা ক্রিয়া)

  F  Non-finitie verb (অসমাপিকা ক্রিয়া)

Finite verb (সমাপিকা ক্রিয়া)কাকে বলে?:

 যে verb দ্বারা Sentence-এর সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে Finite verb বলে.

 যেমন>

He reads the book.

He went to market.

Non-finite verb (অসমাপিকা ক্রিয়া) কাকে বলে?

 যে verb-এর দ্বারা Sentence-এর সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না তাকে Non-finite verb বলে।

He went to market to buy.

 [এখানে To buy এই verb-এর দ্বারা বাক্যের কাজ সমাপ্ত হয় না ]

Verb কে  আরও দুপ্রকারে ভাগ করা যায় :-

  F  Event verb (ঘটনাধর্মী ক্রিয়া) *

  F  State verb (অবস্থানকারী ক্রিয়া)

Event verb (ঘটনাধর্মী ক্রিয়া)কাকে বলে?:

যে verb এর দ্বারা ঘটনা ব্যাপকতর অর্থে কাজ নির্দেশ করে তাকে Event    verb বলে।

যেমন

 He is tasting honey.

State verb (অবস্থানকারী ক্রিয়া)কাকে বলে?:

যে verb এর দ্বারা অবস্থা নির্দেশ করে তাকে State verb বলে।

 ■ যেমন - Honey tastes sweet.

English Grammar এর প্রধান page-এ যেতে link:

Frequently Asked Questions:

Q1. Verb ছাড়া ইংরেজীতে কোন sentence হয়  কি?

A: Verb ছাড়া ইংরেজীতে কোন sentence হয় না।

Q2.  

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!