Article
A, an, the এই শব্দগুলিকে Article বলা হয়।
Article দুই রকমের যথা – (1) Definite article (the) এবং (2) Indefinite article (a, an)।
Indefinite article বা A/An-এর ব্যবহার
💭সাধারণত যে সমস্ত শব্দ consonant দিয়ে শুরু হয়, তাদের
পূর্বে 'একটি' বোঝাতেআমরা 'a' ব্যবহার করি। যেমন – একটি কুকুর - A cat.
💭আবার যে সমস্ত শব্দ vowel দিয়ে শুরু হয় (a, e, i, o, u—এই পাঁচটি বর্ণ হল vowel) তাদের পূর্বে 'একটি' বোঝাতে আমরা 'an' ব্যবহার করি। যেমন- একটি ডিম - An egg.
▶কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, যেমন – কোনো vowel-এর উচ্চারণ ইউ বা ওয়া-বমতো হলে সেক্ষেত্রে আমরা vowel দিয়ে শুরু হওয়া word-এর পূর্বে 'একটি' বোঝাতে'an' ব্যবহার না করে 'a' ব্যবহার করি।
যেমন - A one rupee note, A ewe.
ঠিক তেমনই consonant দিয়ে শুরু হওয়া word-এর উচ্চারণ যদি vowel-এর মতোহয়, সেক্ষেত্রে আমরা 'a' ব্যবহার না করে 'an' এর ব্যবহার করি। যেমন - An hour.
Indefinite article এর ব্যবহার:
▶ সাধারণত আমরা 'একটি' বোঝাতে 'a/an' ব্যবহার করি। (In the usual meaning of 'one'.)
I have a brother. আমার এক ভাই আছে।
▶ Singular Countable Noun যখন প্রথম বার উল্লেখ করা হয়। এবং কোন কিছুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না, তখন
আমরা Indefinite article ব্যবহার করি।
যেমন - A girl was sitting opposite me. (প্রথম বার উল্লেখ)
The girl was an American. (দ্বিতীয়বার ঐ মেয়েটি সম্পর্কেই বলা হচ্ছে।)
▶ যে সমস্ত Singular Noun পেশা, ব্যবসা ইত্যাদি বোঝায়, তাদের পূর্বে 'a/an' ব্যবহার করতে হয়।
যেমন - She is a good singer.
▶ জনৈক কাউকে বোঝাতে অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তির নাম/পদবি বোঝাতেতার পূর্বে 'a/an' বসানো হয়।
A Mrs Bose came to see you. (একজন মিসেস বোস আপনাকে দেখতেএসেছেন)
এখানে Mrs Sen অপরিচিত ব্যক্তি।
কিন্তু যদি বলা হয় Mrs Sen came to see you তাহলে বোঝা যায় যে Mrs Sen এখানে পরিচিত ব্যক্তি।
▶ Numerical এবং Quantitative expression-এর পূর্বে 'a/an' বসাতে হয়।
(যেমন-dozen, hundred, thousand, million, a lot of, a great many, a great deal ইত্যাদি)
There are crore peole in the Kumbha Mela. ( কুম্ভ মেলায় এক কোটি লোকের সমাগম হয়।)
▶ কোনো কিছুর পরিমাপ বা দাম বোঝাতে 'a/an' ব্যবহার করা হয়।
He drive 40 km an hour. (তিনি 50 কিমি ড্রাইভ করেন এক ঘন্টায় ।)
▶ Few, little এই'শব্দগুলির পূর্বে 'a' বসালে তার মানে হয় খুব অল্প পরিমাণ।
A few - একটি ছোট সংখ্যা।
A little - অল্প পরিমাণ।
I have a few friends. (অল্প কয়েকজন বন্ধু)
I have few friends. (প্রায় কোন বন্ধুই নেই)
▶ Proper noun-এর পূর্বে সাধারণত article বসে না। কিন্তু যদি বিশেষ কারোরমতো বা কারোর সঙ্গে সাদৃশ্য বা তুলনা করা হয়, সেক্ষেত্রে Indefinite article বসানোহয়।
He thinks he is a Shakespeare-সে নিজেকে শেক্সপিয়ার মনে করে।
▶ Exclamatory sentence বা বিস্ময়সূচক বাক্য what দিয়ে শুরু হলে, what -এরপরে এবং singular countable
noun-এর পূর্বে 'a/an' বসানো হয়। What a cold day
▶ একক বা ইউনিট বোঝাতে 'a/an' বসাতে হয়।
An ounce is not enough for him. (তার জন্য এক আউন্স যথেষ্ট নয়।)
▶ Superlative degree-তে most-এর অর্থ যদি খুব বেশি বোঝায় তাহলে 'the' ব্যবহার না করে 'a/an' ব্যবহার করা হয়।
Yesterday I read a most interesting story.(গতকাল আমি একটিসবচেয়ে আকর্ষণীয় গল্প পড়লাম.)
A, E, F, H, I, L,M,N,O,R,S,X দিয়ে শুরু হওয়া abbreviations যেগুলির প্রত্যেকটিস্বতন্ত্র বর্ণ/ অক্ষর ধরে উচ্চারণ করতে হয়, সেক্ষেত্রে 'an' বসে। যেমন- - an MA, an FBI
কিন্তু যে-সমস্ত abbreviations এক একটি শব্দের মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রেইত্যাদি। যেমন-a Nato, a Fifa ইত্যাদি।
▶ কোনো sentents arend of ... with possessive)- এই patterর মা যেমনNato, a Fifa ইত
যেমন - She is a friend of mine.
▶ একটি জাতির প্রতিনিধি হিসাবে একজন ব্যক্তি, পশু, বস্তু বোঝাতে যে কোন, যেকেউ অর্থে 'a' ব্যবহার করা হয়।
যেমন- A man is remembered by his deeds.
▶ কতকগুলি phrase (শব্দগুচ্ছ বা বাক্যাংশের) পূর্বে বসে, যেমন – I am in a hurry.
▶ Proper noun abstract noun, common noun-এর মতো ব্যবহৃত হলে তাদেরআগে 'a' বসে-
যেমন-(a) A Souvik come to judgement! (A Souvik = a very wise man)
▶ কিছু কিছু uncountable noun যেগুলি countable হিসাবে বিবেচিত হয় তাদেরআগে 'a' বসে- A daily paper (Newspaper), a wood (small forest).
কোথায় কোথায় Indefinite article ব্যবহৃত হয় না
▶ কিছু কিছু uncountable noun-এর পূর্বে যেমন-
news,information,advice,jewellery ইত্যাদি ।
She has many jewellery. (তার অনেক গয়না আছে)
▶ বহুবচন বা plural noun-এর পূর্বে-
An owl is a bird. (একবচন)
Owls are birds. (বহুবচন)
▶. কিছু কিছু uncountable noun-এর পূর্বে, যেমন-tea, milk, sugar, water, grass, corn, glass, stone,paper, cloth ইত্যাদি।
Definite article 'the'-এর ব্যবহার
'The' দিয়ে বোঝানো হয় ——
▶ কোন নির্দিষ্ট কিছুকে।
যেমন- The red pen on the table.
▶ একমাত্র কোন কিছুকে ।
যেমন- The Sun, The Moon.
▶ যাকে নিয়ে আগেই কিছু বলা হয়েছে তাকে।
Singular, Plural এবং সমস্ত gender -এর ক্ষেত্রেই 'the' এক রকম থাকে।
যেমন- There is a girl in the park.
The girl is jumping.
▶.বিশেষণের তুলনা- Comparison of adjective এর superlative form a -Mithi is the best girl in the class. (মিঠি ক্লাসের সেরা মেয়ে)
▶সমগ্র জাতি বোঝাতে singular noun-এর পূর্বে।
The cow is a useful animal-গরু একটি উপকারী প্রাণী।
■ কিন্তু মানুষের ক্ষেত্রে man, বা woman-এর আগে article বসে না।
যেমন- Man is mortal.
▶ কোনো Nation বা জাতি বোঝাতে 'the' ব্যবহার করা হয়। যেমন-
The Japanese are famous for their food habit.
▶ সমষ্টিবাচক নামের পূর্বে অর্থাৎ republic, kingdom, states প্রভৃতির পূর্বে 'the' বসে।
The United States of America (মার্কিন যুক্তরাষ্ট্র )
The United Kingdom (যুক্তরাজ্য)।
▶ কোন road/hotel / restaurant/ public theatre / cinema / museum/gallery/ famous buil ean/sea / cannal/newspaper/ organisation প্রভৃতি নামের পূর্বে 'the' হয়।
যেমন-The Mahatma Gandhi Road.
▶ বাদ্যযন্ত্রের পূর্বে 'the' বসে।
Bina plays the guitar.
▶ Ordinal numbers বা ক্রমবাচক সংখ্যার পূর্বে,
The 15th August is red letter day in Indian history.
15ই আগস্ট ভারতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন।
▶ পেশা প্রকাশ করে এমন noun-এর আগে, যেমন- He joined the NAVY.
▶ বিশেষ বিশেষ বই, জাহাজ, ট্রেন, মহাকাশযান, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, দিক, অট্টালিকা, পার্ক, প্রভৃতির নামের আগে 'the' ব্যবহৃত হয়।
The Gita, The Sahara ইত্যাদি।
▶ Of-phrase -এর পূর্বে 'the' বসে।
গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়।
▶ কিছু কিছু noun সাধারণত 'the....... of......' -এর ধাঁচে ব্যবহৃত হয় এবং কোননির্দিষ্ট জায়গা, সময়, ইত্য বাঝায়। সেক্ষেত্রে back, beginning, bottom, end, middle, side, top ইত্যাদির আগে 'the' বসে।
In the middle of his speech, he suddenly fell faint.(বক্তৃতার মাঝপথেতিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন)
▶ Same-এর আগে 'the' ব্যবহৃত হয় (the same)।
যেমন, These two photographs are the same.
▶ সাধারণত Radio-এর আগে the বসাতে হয়। কিন্তু Television 'the' ছাড়াব্যবহৃত হয়। তবে Television set এর কথা উল্লেখ করলে 'the' বসাতে হয়।
He often listens to the radio-সে প্রায়ই রেডিও শোনে।
I often watch television-আমি প্রায়ই টেলিভিশন দেখি।
আপনি কি দয়া করে টেলিভিশন সেটটি চালু করতে পারেন?
▶ কোন নির্দিষ্ট দিনের morning, afternoon, evening বোঝাতে গেলে আমরা'the' ব্যবহার করি।
Soma gets up early in the morning-সোমা খুব ভোরে উঠে।
▶ সাধারণত hospital, university, school, prison, college অথবা church-এgeneral purpose (মুখ্য উদ্দেশ্য) নিয়ে যাওয়া হয়। যেমন- স্কুল কলেজে ছাত্ররাপড়তে যায়। সেক্ষেত্রে 'the' ব্যবহৃত হয় না।
যেমন-Priya goes to school. (মুখ্য উদ্দেশ্য)
কিন্তু উপরিউক্ত জায়গাগুলিতে যদি বিশেষ উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়, তখন 'the' ব্যবহৃত হয়।
Priya's mother goes to the school to speak to her daughter's teacher. (বিশেষ উদ্দেশ্য)।
▶ cinema বা theatre -এর ক্ষেত্রে 'the' ব্যবহৃত হয়। যেমন-We go to the cinema every month.
▶ পরিবারের পরিচয়জ্ঞাপক নাম বহুবচনে হলে,
The Chowdhurys are away this weekend.(চৌধুরীর পরিবার)।
▶ কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে Adjective-এর আগে 'the' বসে।
She likes the white of on an egg. সে ডিমের সাদা অংশ পছন্দ করে।
▶ কোনো প্রদেশের নামে বর্ণনামূলক ভৌগোলিক মানে বোঝালে সেই সমস্ত প্রদেশেরনামের পূর্বে 'the' article ব্যবহৃত হয়। যেমন- The Punjab.
▶ যখন কোন দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয় তখন proper noun-এর পূর্বে'the' বসে।
Bankim is the Scot of Bengal.
▶ Common noun adjective যদি abstract Noun-এর মতো ব্যবহৃত হয় তাহলে'the' বসে।
The father in him is dead. ('father' means fatherly affection)
▶ কিছু কিছু ক্ষেত্রে common noun -এর পূর্বে 'the' বসে (possessive adjective হিসাবে)
We caught him by the arm. (by his arm)
▶ যখন কোনো adjective কোন একজনকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয়সকল বা বিশেষ শ্রেণিকে বোঝায় এখন সেই adjective-এর আগে 'the' বসে।
The poor are not always dishonest (গরীবরা সবসময় অসৎ হয় না)
▶ Proper noun-এর পূর্বে adjective থাকলে বা adjectival phrase বা clause থাকলে তার পূর্বে 'the' বসে। The great Ceasar.
▶ যখন কোন phrase বা clause noun-কে নির্দিষ্ট করে দেয়, সেক্ষেত্রে noun-টিরপূর্বে 'the' বসে। The men in blue uniform are players.
কোন্ কোন্ ক্ষেত্রে 'the' ব্যবহৃত হয় না
▶ সাধারণত কোনো দেশ, শহর, রাস্তা (streets), proper nouns-এর পূর্বে 'the' ব্যবহৃত হয় না। He goes to Kolkata.
▶ কোন ভাষার নামের পূর্বে 'the' ব্যবহৃত হয় না। English is my favourite subject.
▶ Home (the home of the speaker, or the person spoken to)-এর পূর্বে'the' হয় না। He got home late.
▶ কোনো সম্পর্কের নামের পূর্বে যেমন father, moher ইত্যাদির পূর্বে 'the' ব্যবহৃতহয় না। যেমন- Father loves me.
▶ কোনো খাবারের নামের পূর্বে বসে না। যেমন- breakfast, lunch, dinner ইত্যাদি। We take our breakfast at 8 o'clock.
▶ কোনো খেলা বা কোনো রঙের নামের পূর্বে 'the' ব্যবহৃত হয় না।
The colour of the sky is blue.
▶ ঋতু, উৎসব, ছুটির দিন বা মাসের নামের পূর্বে 'the' ব্যবহৃত হয় না।
January is the first month of the year (জানুয়ারি বছরের প্রথম মাস)
▶ কোন বিশেষ রোগের নামের পূর্বে 'the' ব্যবহৃত হয় না। যেমন- Cancer is a fatal disease. কিন্তু সাধারণ রোগ (common ailments)-এর ক্ষেত্রে article ব্যবহৃতহয়। যেমন- I have a cold.
▶ Material এবং abstract noun -এর পূর্বে article বসে না। যেমন - Gold is precious metal. (Material Noun)
Kindness is great virtue. (Abstract noun)
▶ Noun + number-এর পূর্বে 'the' ব্যবহৃত হয় না।
platform -2
room-121
page - 55
Section-2 ইত্যাদি।
▶ Night, midnight, midday এবং noon-এর পূর্বে সাধারণত definite বাindefinite article ব্যবহৃত হয় না। I don't like sleeping at midday.
▶ কোন বই, উপন্যাস বা গ্রন্থের পূর্বে লেখকের নামের উল্লেখ থাকলে কোনো article বসে না। যেমন- Rabindranath's 'Gitanjali".
▶ কোন কাজের অর্থাৎ job title-এর নামের পূর্বে বসে না। যেমন- I am a Production Manager.
▶ কোন কোম্পানির নামের পূর্বে, article বসে না। যেমন- Tata(not the Tata).
আরও জানুনঃ